গ্রীন মেন্টর্স গিল্ড। ভারতবর্ষে যারা সবুজ অর্থাৎ পরিবেশ শিক্ষা প্রসারে কাজ করছে যে সমস্ত ব্যক্তি,স্কুল, বিশ্ববিদ্যালয় নিরলস কাজ করে চলেছে তাদের সম্মান প্রদান করে তারা। এবার আহমেদাবাদে ন্যাশনাল গ্রীন মেন্টর্স কনফারেন্সে তারা সেই পুরষ্কার সম্মান তুলে দেবেন পশ্চিমবঙ্গের নদী ও পরিবেশ চিন্তক তুহিন শুভ্র মন্ডলের হাতে। তার হাতে তুলে দেওয়া হবে ইন্সপায়ারিং ক্লাইমেট এডুকেটর অ্যাওয়ার্ড।
প্রসঙ্গত উল্লেখ্য, তুহিন শুভ্র মন্ডল ভুগোল ও ফলিত ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানের ছাত্র, দু’ হাজার এক সাল থেকে শিক্ষকতা করেছেন তখনকার জলপাইগুড়ি অধুনা আলিপুরদুয়ার জেলার মাদারীহাটের বিবেকানন্দ বিদ্যাভবনে। সেখানকার ছাত্র- ছাত্রীদের নিয়েই নদী ও পরিবেশ শিক্ষার এই কাজ শুরু করেন তিনি। বর্তমানে শিক্ষকতা করছেন জন্মস্থান বালুরঘাটের পাশেই অযোধ্যাতে অযোধ্যা কে ডি বিদ্যানিকেতনে। আত্রেয়ীসহ অন্যান্য নদীর বেহাল হাল ফিরিয়ে দেওয়ার দাবীতে, প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপন, জীববৈচিত্র্য রক্ষা নিয়ে নিরন্তর লড়াই করে চলেছেন।তার সমস্ত কাজেই জুড়ে আছে দিশারী সংকল্প এবং ছাত্র-ছাত্রীরা।
রাজ্য সবুজ মঞ্চ নদী বাঁচাও কমিটির কনভেনর বালুরঘাটের তুহিন ইতিমধ্যেই নদী ও পরিবেশ শিক্ষা প্রসারে পেয়েছেন আনন্দলোক (আনন্দবাজার) সেলাম বেঙ্গল, বেস্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, ঋক শীর্ষ সম্মান ( কলকাতা), পারুল প্রকাশনী শিক্ষা সম্মান (কলকাতা),পথিক সম্মান ইত্যাদি। এবারের পুরষ্কার প্রাপ্তির বিষয়ে তুহিন শুভ্র মন্ডল নরসুন্দা ডটকমকে বলেন- ‘ ভারতবর্ষের মধ্যে একজন গ্রীন এডুকেটর হিসাবে এই সম্মান পাবো ভাবতে ভাল লাগছে। এ সম্মান আমার নয়, আমার পরিবার, ছাত্র- ছাত্রী , পরিবেশের কাজে সহযোগী সবার। সেই অর্থে কিছুই করতে পারিনি। আরও কাজ করতে হবে। অনেক কাজ বাকি।নতুন করে অনুপ্রাণিত হলাম। আগামীর প্রজন্মের জন্য সুরক্ষিত পরিবেশের দাবীর এই লড়াই চলতে থাকবে”।