দেশ-বিদেশ

ভারতবর্ষে সবুজ শিক্ষা প্রসারে অবদানের জন্য পুরস্কার পেলেন বালুরঘাটের তুহিন

নরসুন্দা ডটকম   জুলাই ১, ২০১৯
ভারতবর্ষে

শিক্ষকতায় প্রবেশের পর থেকেই পরিবেশ শিক্ষা প্রসার ছিল তার জীবনের ব্রত। ছাত্র- ছাত্রীদের নিয়ে দু’ হাজার পাঁচ সাল থেকেই তা করে চলেছেন তিনি। এখন এই কাজ দেশের বাইরেও প্রসারিত। পুরষ্কার প্রাপ্তির এই খবরে বিভিন্ন সময়ে উচ্ছাস প্রকাশ ও শুভেচ্ছা বার্তা দিয়েছেন কেনিয়া, লন্ডন, স্পেনের পরিবেশ কর্মীরা। আমেদাবাদের কর্ণাবতী ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ন্যাশনাল গ্রীন মেন্টরস্ কনফারেন্সে বালুরঘাটের তুহিন শুভ্র মন্ডলের হাতে এই পুরষ্কার তুলে দেন গ্রীন মেন্টরস্ গীল্ড।

উল্লেখ্য প্রায় পনের বছর ধরে সবুজ শিক্ষা প্রসারে কাজ করে চলেছেন তুহিন বাবু। নদী রক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ,বৃক্ষরোপন, প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা প্রচার ইত্যাদি নিয়ে ছাত্র- ছাত্রী, পরিবেশ সচেতন মানুষদের নিয়ে দিশারী সংকল্পের মাধ্যমে কাজ করে চলেছেন তিনি। গতবছর থেকে আত্রেয়ী নদীকে কেন্দ্র করে ভারত- বাংলাদেশ দুই দেশের মানুষকে কাছে আনতে বিভিন্ন উদ্যোগ নিতে শুরু করেছেন। তুহিন শুভ্র মন্ডলের কথায় “এই পুরস্কার আমার না, আমার পরিবার, ছাত্র-ছাত্রী, দিশারী সংকল্প, পরিবেশ সচেতন মানুষদের, সাংবাদিকদের। তারা পাশে থেকেছেন। পরিবেশের কথা প্রচার করেছেন এতে আমি গর্বিত।” প্রসঙ্গত উল্লেখ্য আগামী সেপ্টেম্বর মাসে আমেরিকার নিউইয়র্কে হতে চলেছে আন্তর্জাতিক গ্রীন মেন্টরস্ কনফারেন্স । সেখানেও অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন তুহিন শুভ্র মন্ডল।

আরো পড়তে পারেন…

ভারতকে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ইংল্যান্ড

অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ

নুসরাতের মাথায় সিঁদুর!

About the author

নরসুন্দা ডটকম