দেশ-বিদেশ

নোবেলজয়ী মার্কিন লেখক টনি মরিসন আর নেই

নরসুন্দা ডটকম   আগস্ট ৬, ২০১৯
টনি মরিসন

নোবেলজয়ী মার্কিন লেখক টনি মরিসন আর নেই। শুক্রবার রাতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৯৭০ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘দ্য ব্লুয়েস্ট আই’। ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পান এই লেখক। তার উপন্যাসের সংখ্যা ১১টি। এক বিবৃতিতে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, মরিসনের মৃত্যুতে আমাদের বড় ক্ষতি হয়ে গেল। তবু কৃতজ্ঞতা যে দীর্ঘ এবং সুন্দর একটি জীবন কাটিয়েছেন।

টনি মরিসনের জন্ম ১৮ ফেব্রুয়ারি, ১৯৩১। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ‘বিলাভেড’, ‘সং অফ সলোমন’, ‘সুলা’। ১৯৮৮ সালে ‘বিলাভেড’ গ্রন্থের জন্য পুলিৎজার পুরস্কারে সম্মানিত করা হয়েছিল প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস এই লেখককে। এটি নিয়ে সিনেমাও হয়; যাতে অভিনয় করেন অপরাহ উইনফ্রে। মরিসনের উল্লেখযোগ্য পুরস্কারের তালিকায় রয়েছে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ ও ‘ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেল’।

আরো পড়তে পারেন…

আসছে ‘মানুষের বাগান’

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পেলেন ফরিদা পারভীন

About the author

নরসুন্দা ডটকম