শত শব্দের গল্প সাহিত্য

গোধূলি ।। খায়রুল বারী

নরসুন্দা ডটকম   এপ্রিল ১২, ২০২০
গোধূলি

এক’শ শব্দের গল্প:

গোধূলি ।। খায়রুল বারী

স্যার ইউরোপ ও কানাডার সব অর্ডার বাতিল করেছে, স্যার মন্ত্রণালয় থেকে জরুরী নোটিশ জারি করেছে আগামীকাল থেকে সকল গার্মেন্টস বন্ধ, স্যার সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরী মিটিং, স্যার মানিকগঞ্জ ফ্যাক্টরিতে ইউনিয়নের নেতারা বেতন নিয়ে শ্রমিকদের সাথে… আমি উসমানকে দেখার জন্য বলেছি, সাংবাদিকরা গেটে স্যার, আর পেছনের গেটে আপনার গাড়ি রেডি আছে…
মামুন যেন ঘোরের মধ্যে রয়েছে, মুখে তেতো বিস্বাদ, মাথায় চিনচিনে যন্ত্রণা, এসির বাতাসের মাঝেও ঘেমে যাচ্ছে। হঠাৎ তার চোখ আটকে গেলো সিসিটিভির এক ফুটেজের দিকে ডে-কেয়ার এর বাচ্চাগুলো কি নির্মল আনন্দে খেলছে! গোধূলির মায়াভরা মুখখানি ভেসে উঠে তার চোখের সামনে। সে উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে মিটিং কয়টায়, ইয়াংসিকিয়াং থেকে বয়ে আসা দুঃখকে পেছনে ফেলে এগিয়ে যায় প্রেসমিট করতে।

আরও পড়তে পারেন…

অবাঙ্মানসগোচর ।। সত্যজিৎ রায় মজুমদার

ঠিকানা বদল ।। ফেরদৌস ওয়াহিদ

সেলসম্যান: আসাদ সনি

খায়রুল বারী  আবৃত্তি শিল্পী ও অনুকাব্যকার

খায়রুল বারী : আবৃত্তি শিল্পী ও অনুকাব্যকার

About the author

নরসুন্দা ডটকম