অপ্রয়োজনীয় ।। রাজু বিশ্বাস
তিন-চার দিন হল রেশনের চালও ফুরিয়েছে৷ গোপাল আজ সন্দেশের বালতিটা নিয়ে চৌমাথার মোড়ে বসেছিল৷ প্রায় জনশূন্য রাস্তায় কেবলই শোনা যায়, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না৷ সুস্থ থাকুন, ভাল থাকুন৷
গোপালের সংসারে পাঁচটা অনাহারী পেট৷ তাকে বেরোতেই হল।
সন্ধেবেলা একটা উর্দি এসে সন্দেশের বালতিটা লাঠি মেরে উল্টে দিয়ে বলল, বাঞ্চোত, মানুষ মরছে আর তুমি সন্দেশ খাওয়াচ্ছ… সন্দেশ!
মারতে মারতে যখন পুলিশ গোলাপকে গাড়িতে তুলছিল, সেই সময় রাস্তার অভুক্ত কুকুরগুলো উল্লাসে দীর্ঘ চিৎকার করে বালতি উল্টানো ধুলো মাখা সন্দেশগুলোর উপর ঝাঁপিয়ে পড়লো।
আরও পড়তে পারেন…