‘হেমন্ত এক পাতাঝরার ঋতু কথা কবিতা ও গানে’ শিরোনামে কিশোরগঞ্জের প্রতিশ্রুতিশীল সাহিত্য সংগঠন সন্দীপন সাহিত্য আড্ডা বাঙালির যাপিত জীবন ও সাহিত্যে হেমন্তের ব্যাপকতাকে উপজীব্য করে এক বর্ণাঢ্য সাহিত্যআড্ডার আয়োজন করেছে। ৩১ অক্টোবর, শুক্রবার বিকেল ৫টা থেকে হোটেল শেরাটনের কনফারেন্স হলরুমে সংগঠনের সভাপতি সাদরুল উলার সভাপতিত্বে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ, আলোকচিত্রী, ভ্রামণিক ও লেখক ইনাম আল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব পর্যটক ও লেখক এলিজা বিনতে এলাহী, পর্যটন ব্যবসায়ী ও গ্রন্থাগার আন্দোলনকারী সৈয়দ আবু জাফর, বিশিষ্ট শিশুসাহিত্যিক ও গীতিকার সিরাজ উদ্দিন শিরুল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক, সংগঠক ও ভ্রামণিক মাহফুজুর রহমান, বিশিষ্ট তথ্যচিত্রনির্মাতা ও ফটোগ্রাফার এআরএম নাসির, গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান কাজী করিম উল্লাহ নাদিম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক এএসএম সাইফুজ্জামান, কবি শিবলী জামান,
সনাক-কিশোরগঞ্জ এর সভাপতি স্বপন কুমার বর্মন, উদীচী-কিশোরগঞ্জ সংসদের সাধারণ সম্পাদক বাবুল রেজা, সাংস্কৃতিক সংগঠন রাজমহলের সভাপতি মুশফিকুর রহমান।
স্বরচিত লেখা পাঠে অংশ নেন সামিউল হক মোল্লা, রতন রহমান, শাহজাহান কবীর, ফরিদ উজ-জামান পলাশ, অন্নপূর্ণা, আসিফুজ্জামান খন্দকার, গোলাপ আমিন, মলং আলীমুর রাজী, ইবনুল উসাইদ, আরিয়ান ফারসি, হিরণ আকন্দ, আলমগীর অলিক। আবৃত্তিতে অংশ নেন আমজাদ শরীফ, পথিক চাঁদ, ফারহানা জাহান মনি, রুফাইদা মাসনুন জারা, নুসাইবা বিনতে আকরাম। অনুষ্ঠানে গান পরিবেশন করেন এসএম রাজীব হাসান রূপক, লাকী আক্তার, সামিহা তাবাসসুম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান আবু হায়দার মোঃ নুরে আলম, কবি নজির আহমেদ, ছড়াকার ও সম্পাদক ইমন শাহ, সংস্কৃতিকর্মি তাজউদ্দিন আহমেদ বকুল, কলামিস্ট গাজী মহিবুর রহমান, কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের সভাপতি মোঃ জিয়াউর রহমান, আবৃত্তিকার ও সংগঠক রাজীব কুমার সরকার, সন্দীপনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামীম রেজা, কবি তন্ময় আলমগীর, সংস্কৃতিসারথী মোঃ শফিকুল ইসলাম উচ্ছ্বাস, রিয়াজ উদ্দিন বাদশা, মোঃ আকরাম খান, শাহানা পারভীন, নেওয়াজ শরীফ সাগর, আঃ কাদির হিরু, পুষ্প বেগম, শরীফা আক্তার, নুরুন্নাহার শিমা, মোবাশ্বিরা ইসলাম জ্যোতি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জমাতুল ইসলাম পরাগ।
