অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী বিগত আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রী ছিলেন। গত আগস্ট মাসের ২৮ তারিখ ঢাকা রিপোর্টা ইউনিটিতে অনুষ্ঠিত মঞ্চ একাত্তরের অনুষ্ঠান থেকে সন্ত্রাস বিরোধী আইনে তাঁকে গ্রেফতার করা হয়। একই মামলায় মোঃ আব্দুল্লাহ আল আমিন, হাফিজুর রহমান কার্জনসহ ষোল জনকে গ্রেফতার করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আদেশে স্বস্তি প্রকাশ করে তাঁর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন- লতিফ ভাইয়ের জামিনে মুক্তির আদেশ বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের যে আস্থা তারই প্রমাণ বহন করে বলে আসম বিশ্বাস করি।
জামিন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী
নরসুন্দা ডটকম নভেম্বর ৬, ২০২৫
