দেশ-বিদেশ

কিশোরগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা

নরসুন্দা ডটকম   নভেম্বর ১০, ২০২৫

জাতীয় নির্বাদেচনকে সামনে রেখে দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে দুদিনের ব্যবধানে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো।

আজ রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গতকাল শনিবার ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো—ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জ ডিসি করা হয়েছে। মোহাম্মদ আসলাম মোল্লাকে ডিসি নিয়োগে মাধ্যমে শেষ হলো সদ্য সাবেক ডিসি ফৌাজয়া খান অধ্যায়।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment