আজ বুধবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরিতে সুশাসনের জন্য নাগরিক সুজনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুজনের জেলা সভাপতি মু আ লতিফ এতে সভাপতিত্ব করেন । আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, নিরাপদ সড়ক চাই জেলা সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, নারী নেত্রী আতিয়া হোসেন, সাংবাদিক ফারুকুজ্জমান, সাংবাদিক শফিকুল কবির,এডভোকেট আশরাফ উদ্দিন দুলাল, প্রফেসর শাহজাহান শাজু,মোঃ শহিদুল ইসলাম খোকন, প্রভাষক তরিকুল ইসলাম শাহীন, জাহানারা ইমাম প্রমুখ।শেষে কেক কেটে সুজনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)`র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নরসুন্দা ডটকম নভেম্বর ১২, ২০২৫
