কবিতা সাহিত্য

একগ্লাস অপ্রতিরোধ্য আলো।। মাহবুবা খান দীপান্বিতা

নরসুন্দা ডটকম   নভেম্বর ১৪, ২০২৫

আমি স্বপ্নের দিকে যেতে চেয়েছিলাম।
প্রার্থনায় সৃষ্টিকর্তার কাছে আবদার করেছিলাম একগ্লাস আলো, পান করি অতঃপর
জানলা উপচে আমার ঘরদুয়ার ভাসিয়ে দিক। আমার ঝাঁপি উল্টে পড়ুক আলোয়।
অথচ আমার চিরকাল আঁধারেই হামাগুড়ি।তার বদলে প্রতিনিয়ত পান করি রাশি রাশি অন্ধকার।

কালো কুচকুচে শালুক রঙের প্রেমান্ধ রাত আমার!
আমি স্বপ্নের দিকে হেঁটে হেঁটে ক্রমশ তার কাছেই যাই।

ঘিরে ছিলো তারে নিজের স্বভাব, বৈরী বাতাস।
পাথর কাঁটায় অচেনা পথ ; অন্তহীন, পরিচয়হীন।
ঘিরে আছে তারে দূষিত জীবন।
নিয়মের ভালো মন্দের সাথে কতটুকু আঁধার জমলে, একা একা রাত! একা একা পথ!

রাতের মোহনায় মিলে যে আলো
তার সাথে দেখা হতে হতে – হতে হতে
হয়েছি অঙ্গার! মননে বারুদে আগুন নিয়ে পেছনের পথ থেকে এসেছিল মানবিক টান।

রোজ নিজেকে মেরে ফেলা ছাড়া রাত্রির যেন কিছু কাজ নেই!

আমাদের দিন শুরু রাতের বুকেই
রাত্রি জানে প্রাপ্যহীনতার ক্ষোভ।
কোনোদিন কোনোভাবে আসবেই অপ্রতিরোধ্য আলো।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment