দেশ-বিদেশ

অনিবন্ধিত মুঠোফোন ব্যবহারকারীদের জন্য সুখবর!

নরসুন্দা ডটকম   নভেম্বর ১৬, ২০২৫

আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ এর পর দেশে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মুঠোফোন হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বন্ধ হয়ে যাবে। তবে তার আগেই যেসব ব্যবহারকারী অনিবন্ধিত মুঠোফোন হ্যান্ডসেট বব্যবহার করছেন, তাদের জন্য আশার খবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ ১৬ নভেম্বর পাঠানো এক বার্তায় বিটিআরসি জানায়, ‘১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি সেসব মুঠোফোন হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।’

আগামী ১৬ ডিসেম্বরে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেমটি চালু হতে যাচ্ছে। ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সকল বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি এমন হ্যান্ডসেট (বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি) স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।

নিজের হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জানতে ডায়াল করুন: *#06#।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment