জাতীয় দেশ-বিদেশ

বাজিতপুরে যৌথ অভিযানে আটক ২২

নরসুন্দা ডটকম   নভেম্বর ২৪, ২০২৫

বাজিতপুরে যৌথ অভিযানে আটক ২২
বাজিতপুরে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার দিবাগত রাতে উপজেলার নান্দিনা এলাকায় মহড়া দেওয়ার সময় তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। গতকাল নির্বাচনী প্রচারণার সময় সৈয়দ এহসানুল হুদার কয়েকটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালায় শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকরা। এ ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসার সময় তাদের পাহারা দিতে রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এহসানুল হুদার সমর্থকরা। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের কাছ থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment