দেশ-বিদেশ

ইটনায় দু‘পক্ষের সংঘর্ষে যুবক নিহত

নরসুন্দা ডটকম   নভেম্বর ২৭, ২০২৫

কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রায়টুটী ইউনিয়নের শোয়াইব গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মোশাররফ ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শোয়াইব গ্রামের আব্দুল মমিন ও মজিবুর রহমানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে সেলু মেশিন চুরি নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মমিনের পক্ষের মোশাররফ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সারোয়ার হোসেন রনি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ওসি জাফর ইকবাল বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment