দেশ-বিদেশ

মেয়ে থেকে ছেলে হলেন পপটুয়াখালীর আঁখি

নরসুন্দা ডটকম   ডিসেম্বর ১, ২০২৫

স্থানীয়দের ভাষায় এমন ঘটনা চোখের সামনে দেখবেন তা কল্পনা ও করতে পারেননি। মেয়ে থেকে ছেলেত রূপান্তরিত হয়েছেন শিক্ষার্থী জুবাইদা আক্তার আখি। বর্তমান নাম তানভীর ইসলাম। মাত্র ১২ বছর বয়স মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে বিস্ময়ের জন্ম দিয়েছ।আখি ওরফে তানভীর পটুয়াখালীর সদর উপজেলার ছোট বগাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হরতিকি বাড়িয়া গ্রামের দিনমজুর আবুল কালামের সন্তান। মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়া বর্তমানে বিরল ঘটনার কেদ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আখি ওরফে তানবীর ইসলাম দুই মাস আগে মুখ থেকে রক্ত বের হওয়া এবং শারীরিক দুর্বলতার কারণে স্থানীয় চিকিৎসকের কাছে যান। পড়ে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার চিকিৎসকেরা জানান তানভীর মেয়ে থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। তানভীরকে দেখতে তার বাড়িতে লোকজন ভীড় করতে  থাকে। মেয়ে থেকে ছেলে  রূপান্তরিত হওয়া তানভীরের পরিবার এই ঘটনাকে আল্লাহর দান বলে মেনে নিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন – হঠাৎ মেয়ে থেকে ছেলে হওয়া সম্ভব নয়। তবে জন্মগত ক্রোমোজোম  বা হরমোন জটিলতায় এমনটা ঘটতে পারে। 

সুত্র: কালের কন্ঠ অনলাইন।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment