জাতীয়

বিএনপির অবস্থান শক্ত,আছে কোন্দল ।। আশাবাদী জামায়াত

নরসুন্দা ডটকম   ডিসেম্বর ৩, ২০২৫

মাজহার মান্না, কিশোরগঞ্জ: জেলার ১৩টি উপজেলা, ৮টি পৌরসভা ও ১০৮টি ইউনিয়ন নিয়ে গঠিত দেশের দ্বিতীয় বৃহত্তম কিশোরগঞ্জ জেলায় প্রায় ৩০ লাখ লোকের বসবাস। ২০২৪ বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর এ জেলায় পাল্টে গেছে রাজনীতির হিসাব-নিকাশ। বর্তমানে দলটির নেতারা কেউ আছেন আত্মগোপনে, আর কেউ কারাগারে। এরই মধ্যে দলের জেলা কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অপরদিকে জাতীয় পার্টির সারা জেলায় কোনো রাজনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে না। গত বছরের এ সময়েগুলোয় জেলা বিএনপির কার্যালয়ে ছিল নীরবতা। নেতাকর্মীরা ভয়ে সেখানে বসতে পারতেন না। একই অবস্থা ছিল জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের। এখন এই দল দুটির কার্যালয় সবসময়ই জমজমাট। ফুরফুরে মেজাজে থাকা নেতাকর্মীদের পদচারণে মুখর থাকে যেন দলীয় কার্যালয়গুলো। বিএনপির যেসব নেতাকর্মী নানা ঝামেলা এড়াতে দলের কর্মসূচি থেকে দূরে থাকতেন, তাঁরাও এখন কোনো কর্মসূচি হলে ঝাঁপিয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাঠ গোছাতে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা। এখন সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের পদচারণায় কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে যেন বেশ উত্তাপ ছড়িয়ে পড়েছে। ভোটাররাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।
বিগত ১৯৯১ সালে জেলার ৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছিল ৫টি, আওয়ামী লীগ পেয়েছিল ২টি। ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি ২টি আসনে জয়ী হয়। তবে আওয়ামী লীগ ২০০৮, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে সদর আসনসহ বেশ কয়েকটি আসনে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখে। বর্তমানে জেলার মোট আসন সংখ্যা ৬টি। এখন পর্যন্ত কিশোরগঞ্জের কোনো আসন থেকে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী জয়লাভ করতে পারেনি। তবে এইবার ইসলামী দলগুলোর একক প্রার্থী দিয়ে নির্বাচনের জন্য বেশ জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে। বিগত সময়ে মাঠের রাজনীতিতে কোণঠাসা থাকলেও আওয়ামী লীগের পতনের পর থেকে জামায়াতে ইসলামীতে চাঙ্গাভাব বিরাজ করছে। গণসংযোগ আর প্রচার-প্রচারণার মাধ্যমে দলটির নেতাকর্মীরা সরব রাজনীতির মাঠে। উজ্জীবিত জামায়াতের কর্মী-সমর্থকরাও। অন্যদিকে প্রতিটি আসনে বিএনপির অর্ধডজনের মতো নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন। এরই মধ্যে ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম দলটি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। তবে এসবের মধ্যে কিশোরগঞ্জ-২ ও কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নবঞ্চিত প্রার্থী ও সমর্থকেরা সংসদীয় আসনগুলোতে ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মনোনয়ন বদলের দাবিতে নানা কর্মসূচি পালন করেছেন। এছাড়া জোটবদ্ধ রাজনীতির কারণে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, স্থগিত রাখা হয়েছে। কিশোরগঞ্জ জেলার “রাজনীতির হালচাল” নিয়ে আজ থাকছে প্রথম পর্ব-

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment