নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শনিবার কিশোরগঞ্জের তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। কিশোরগঞ্জ–৪, ৫ ও ৬ এ তিনটি আসনে দাখিলকৃত ২৯ জনের মনোনয়নের মধ্যে ১০ জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে মোট প্রার্থী ৯ জন। যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন ৪ জন। হলফনামায় স্বাক্ষর না থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শাহীন রেজা চৌধুরী। এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লা ও অপর স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির। হলফনামা সঠিক ফরম্যাটে দাখিল না করা এবং তথ্যের গড়মিল থাকায় বাদ পড়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুর।
কিশোরগঞ্জ–৫ (বাজিতপুর–নিকলী) আসনে মোট প্রার্থী ৮ জন। যাচাই বাছাইয়ে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের মধ্যে হলফনামায় মামলার তধ্য গোপন করায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় বাদ পড়েছেন অপর স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম কাইয়ুম (হাসনাত কাইয়ুম)।
কিশোরগঞ্জ–৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে মোট প্রার্থী ১২। যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন ৪ জন। তাদের মধ্যে সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. নজরুল ইসলামের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়া নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণী,, সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী ডা. মোহাম্মদ হাবিল মিয়ার প্রার্থিতা বাতিল করা হয়েছে। সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করায় জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আয়ুব হুসেন এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থনসূচক তালিকায় এক শতাংশের কম ভোটারের সমর্থন থাকায় বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী শরিফুল হক জয়ের প্রার্থিতা।
রবিবার (৪ জানুয়ারি) যাচাই বাছাই করা হবে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র।
