দেশ-বিদেশ

নিজ জমিতে আধুনিক হাসপাতাল, কৃষিতে বিশেষ হাব ও সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি।

নরসুন্দা ডটকম   জানুয়ারি ২২, ২০২৬

মাহবুব আলম ( অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হাওরাঞ্চলের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেছেন কিশোরঞ্জ -৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাব–এ আয়োজিত সভায় তিনি তার পরিকল্পনা ও অঙ্গীকারগুলো তুলে ধরেন।

মতবিনিময়ে তিনি জানান, কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে ফুটবল প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নির্বাচনী ব্র্যান্ডিং স্লোগান—“আলোকিত হাওরের স্বপ্ন”। সিগমার ভাষ্য, ভোটাররা পরিবর্তনের প্রত্যাশা করছেন এবং সেই বার্তা ইতোমধ্যে মানুষের কাছে পৌঁছেছে।

তিনি বলেন, হাওর অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নই তার রাজনীতির কেন্দ্রবিন্দু। এ লক্ষ্যে নদী ও জলমহল দখলমুক্ত করা, জলাবদ্ধতা নিরসন, আবদ্ধ জলাশয় ও নদী পুনঃখনন এবং কৃষিপণ্যের উৎপাদন ও ন্যায্যমূল্য নিশ্চিতে “বিশেষ হাওর কৃষি হাব” বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যখাতে প্রাথমিক উদ্যোগ হিসেবে নিজস্ব জমিতে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের ঘোষণা দেন তিনি। সেখানে ৫ শয্যার আইসিইউ, স্বাস্থ্যসেবা হটলাইন, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও ওয়াটার অ্যাম্বুলেন্স সুবিধা চালুর কথাও জানান, যাতে প্রত্যন্ত এলাকার মানুষ সহজে সেবা পান।

শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা তার অগ্রাধিকার। প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া রোধে বিশেষ কর্মসূচি এবং শিক্ষাকে আনন্দময় করতে প্রতিটি বিদ্যালয়ে শিশুদের জন্য খেলার সামগ্রী স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সামাজিক সুরক্ষা ও সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করে সিগমা বলেন, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন করা হবে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের সুস্থ বিনোদনের জন্য প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক শিশু পার্ক স্থাপনের কথাও তিনি জানান।

দুর্নীতি দমন প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আপসহীন অবস্থান থাকবে। রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানিতে মিথ্যা মামলা ব্যবহার রোধে তিনি দৃঢ় ভূমিকা নেবেন।

মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment