দেশ-বিদেশ

কিশোরগঞ্জে ডিএসকের বার্ষিক রিট্রিট অনুষ্ঠিত

নরসুন্দা ডটকম   জানুয়ারি ২৫, ২০২৬

স্টাফ রিপোর্টার:

বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কিশোরগঞ্জ পূর্ব জোনের উদ্যোগে বার্ষিক রিট্রিট অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ জানুয়ারি) শনিবার শহরতলীতে অবস্থিত নেহাল গ্রীন পার্কে সংস্থার এই মিলনমেলায় আলোচনার পাশাপাশি ছিল ডিএসকের ছাড়াও কিশোরগঞ্জের স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে কিশোরগঞ্জ-০২, ০৩ ও ০৪ অঞ্চলের এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মাঠ কর্মকর্তা ছাড়াও তাদের পরিবারের লোকজন অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানমালা বাস্তবায়নে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

ডিএসকের ফোকাল পার্সন ও উপ-পরিচালক শহীদুজ্জামান ভূঞার সভাপতিত্বে বার্ষিক রিট্রিট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসকের পরিচালক (ঋণ) সামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জোনের সহকারী পরিচালক উসমান গণি খান, গাজীপুর দক্ষিণ জোনের সহকারী পরিচালক মোর্শেদ খান, কিশোরগঞ্জ পশ্চিম জোনের সহকারী পরিচালক আশরাফুল আলম সোহেল, কিশোরগঞ্জ-০২ আঞ্চলিক ব্যবস্থাপক সজল মিয়া, কিশোরগঞ্জ-০২ আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তৌহিদুজ্জামান, কিশোরগঞ্জ-০৪ আঞ্চলিক ব্যবস্থাপক হুমায়ুন কবীর, কিশোরগঞ্জ-০১ আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ-০৫ আঞ্চলিক ব্যবস্থাপক ফরিদ উদ্দিন, কিশোরগঞ্জ-০৬ আঞ্চলিক ব্যবস্থাপক মোজাম্মেল হক, কিশোরগঞ্জ-০৭ আঞ্চলিক ব্যবস্থাপক হাবিবুর রহমান ও কিশোরগঞ্জ-০৮ আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ।

অনু্ষ্ঠানের শুরুতে অভ্যর্থনা উপ-কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিসহ অন্যদের অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপ-পরিচালক শহীদুজ্জামানের নেতৃত্বে এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ফিল্ড অফিসার জেসমিন আক্তার, নুসরাত জাহান ও হালিমা আক্তার।

অনুষ্ঠানে নারীদের জন্য ম্যাজিকেল বল নিক্ষেপ এবং পুরুষদের জন্য জুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নারী বিজয়ীরা হলেন-মিঠামইন শাখার শাবানা প্রথম, ইটনার চৌগাঙ্গা শাখার রিংকু দেবনাথ, করিমগঞ্জের জয়কা শাখার নার্গিস আক্তার। পুরুষ বিজয়ীরা হলেন-করিমগঞ্জের নিয়ামতপুর এসএমই শাখা ব্যবস্থাপক আব্দুর রশিদ, রায়টুটী ১নং শাখার নিয়ামত উল্লাহ ও বৈরাটী শাখা ব্যবস্থাপক নারায়ন চন্দ্র দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি পরিচালক (ঋণ) সামসুল আলশ ডিএসকের মাঠ পর্যায়ের স্টাফদের সাথে উন্মুক্ত মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি সংস্থার স্বাস্থ্য-শিক্ষা কার্যক্রম এবং ঋণ বিতরণ-উত্তোলনসহ সার্বিক উন্নয়ন কল্পে কর্মরতদের আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। 

পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিএসকে কর্মকর্তা কামরুল হাসান জুয়েল।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment