।। নরসুন্দা ডটকম ।।
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সেই ছবি ‘বিসর্জন’।
যে ছবির ঝুলিতে রয়েছে শ্রেষ্ঠ বাংলা ছবির জাতীয় পুরস্কার। ‘বাহুবলী ২’-এর জন্য ‘বিসর্জন’-এর অনেক শো বাতিল করা হয়েছে কলকাতার সিনেমা হলগুলি থেকে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে টুইটারে এই খবরটি শেয়ার করেছেন।
তিনি বলছেন, ‘আমার ছবি ভাল ব্যবসা করছিল। ছুটির দিনগুলো ছাড়াও অন্যান্য দিনে প্রায় ৬০ শতাংশ প্রেক্ষাগৃহে ‘বিসর্জন’ রমরমা ব্যবসা করেছে। ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার পর থেকেই এক দিকে যে রকম সমালোচকদের নজর কেড়েছে, তেমনই বাণিজ্যিক ভাবেও সফল ‘বিসর্জন’। রিলিজের প্রথম সপ্তাহেই ‘বিসর্জন’-এর রোজগার ৩০ লক্ষ ৬৯ হাজার ১৮৬ টাকা, যেখানে মোটের উপর ২১২টি শো চলেছে এই কম বাজেটের ছবির। পরিচালকের দাবি, ‘আঞ্চলিক ছবির নিরাপত্তা প্রয়োজন। প্রত্যেক সপ্তাহেই বলিউডের বিগ বাজেটের ছবি মুক্তি পায় এবং পাবে। কিন্তু যে ভাবে ‘বাহুবলী ২’ প্রেক্ষাগৃহ দখল করছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক।’