অবশেষে।
আহারে জীবন।
আসুন শুনি, ডুব দেই।
এই গানটার জন্য চিরকুটকে অনেক জ্বালানো হইছে। আমি জানিনা কয়টা ড্রাফ্ট ওরা করছে, আর কতবার লেখা হইছে। শ খানেক হবে।
প্রায় চার মাস আমরা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়ে এক পর্যায়ে ধরেই নিছি এবার আর গান হবে না।
আশা ছেড়ে দিয়ে একদিন বিজ্ঞাপণের কাজের ফাঁকে স্টুডিওতে আড্ডা দিচ্ছি। ছোকরা মিউজিক ডিরেক্টর পাভেল গিটার নিয়ে এমনিতেই টুংটাং করতেছিলো। আমি শুইনা বললাম, কি বাজাইলি? আবার বাজাতো।
আবার বাজাইলো। আমি বললাম, সুমি আপা এই ধুনের উপরই গান লিখেন।
আর তার ফলাফল এই গান।
সবই উপরওয়ালার ইচ্ছা। কখন আসবে, আর কখন আসবে না তা কি আর আমরা জানি?
নোট: নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী’র ফেসবুক পেজ থেকে নেয়া।