মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড পেলেন উন্নয়ন ধারার নির্বাহী চেয়ারম্যান, বাংলা ৫২ নিউজ ডটকম এর কালচারাল এডিটর, বগুড়ার কৃতি সন্তান সোহেল আহমেদ খান।
মহামতি মহাত্মা গান্ধীর জন্মদিন ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস এই এ্যাওয়ার্ড প্রদান করেন।
১৯ অক্টোবর বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচার প্রফেসর আখতার ইমাম অডিটরিয়ামে বিকাল ৫ টায় মহামতি মহাত্মা গান্ধীর জন্মদিন ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও মানবাধিকার রক্ষায় করনীয় শীর্ষক আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিচারপতি সিদ্দিকুর রহমানের হাত থেকে এই এওয়ার্ড গ্রহণ করেন।
ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এড. লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক রেজাউল করিম, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব তপন কুমার নাথ প্রমুখ।