সাহিত্য ডেস্কঃ
‘নষ্ট প্রেমের উপকথা’
-নীলা হোসেন
শুনেছ কবিতা নীল নির্বাসিত
নীল ব্যথিত প্রাণঘাতী নষ্ট
প্রেমের উপকথা।
এক প্রচ্ছদ অস্পষ্ট অমাবস্যা
এক মুঠো দীপ্তিময় পূর্ণিমার
ছোঁয়া পেতে অনন্ত প্রতীক্ষারত।।
শুনেছ কবিতা হাজারো শব্দরা
নিঃশব্দে নীল দরিয়ায় উন্মুক্ত
মত্ত নেশায় মাতাল জোয়ারে
অব্যক্ত ভাষার কুন্ডলী পাকিয়ে
নীলাভ জলে ভেসে যায়।
তখন নীল কাব্যগুলি
হতাশার কাব্য সাজায়।।
শুনেছ কবিতা বাসন্তী মায়ায়
ফাগুন ছোঁয়ায় কোকিলের
সুরবিশারদ মিশ্রিত না ঘটে
তখন প্রেমস্পর্শে অযুত ভাটার
টানাপোড়ন হাতছানি দিয়ে ডাকে।
ভালোবাসার সবুজ পত্রে হলুদরঙে
আবীরখেলায় আড়ঙ্গ সাজায়।।