স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে মোট ১৩৬ জনকে নিয়োগ দেয়া হবে।
অধিদফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হিসাব সহকারী পদে ৮ জন এবং ক্লার্ক কাম টাইপিস্ট পদে ১২৮ জনকে নেয়া হবে।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না:
জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ফেনী, রাঙ্গামাটি, মানিকগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, রাজশাহী, লালমনিরহাট, নড়াইল, খুলনা, মাগুরা, বরিশাল, বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীর বয়স ২০১৮ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ১৮ থেকে ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
যেভাবে আবেদন করবেন:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে অধিদফতরের ওয়েবসাইটে www.dphe.gov.bd প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। তারপর আবেদন ফরম ৩০ এপ্রিলের মধ্যে অধিদফতরের ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত অধিদফতরের ওয়েবসাইট থেকে জানা যাবে।