কবিতা সাহিত্য

কবি মৌসুমী সুমীর কবিতার ডায়েরি থেকে

Md. Sohel Ahmed Khan   অক্টোবর ৯, ২০১৮

সাহিত্য ডেস্কঃ

তোর অস্তিত্বে আমি

মৌসুমী সুমী


আমি না থাকলে,,
তোকে ঘিরে ধরবে,
ভয়ংকর শূন্যতা আর নিরবতা,,,

উদাস পাখিগুলোও ছেড়ে যাবে তোর চেনা শহর,,
দারুণ কষ্ট,, বিষন্নতা,,আর একাকিত্বে
কাটবে তোর সময়,,,,,

সমস্ত অস্তিত্বজুড়ে তখন তুই
অনুভব করবি শুধুই আমায়,,,
তোর গোছানো স্বপ্নগুলো ভেসে যাবে
দু’ চোখের নোনা জলে,,,,
বড্ড অসহ্য লাগবে তোর বেঁচে থাকতে
আমি ছাড়া সবকিছুই অর্থহীন মনে হবে,,,

আমার সঙ্গছাড়া প্রাণহীন মনে হবে
তোর অজস্র স্বপ্নময় প্রহরকাল,,

মনে রাখিস;;;;
মনে রাখিস সুপ্রিয়,,,,,
তোকে আসতেই হবে,,,
আসতেই হবে আবার,ফিরে
আগের মতো করে,, আমার কাছে,,,
আমার পাগলকরা ভালোবাসার টানে,,,,,,

About the author

Md. Sohel Ahmed Khan