বারবেলা ।। দেবলীনা স্বপ্না পাল
মাঠের মাঝে শকুন দুটি পরস্পরের দিকে একদৃষ্টে চেয়ে ছিল। দূর থেকে দুজনের ভয়ার্ত স্বর ভেসে আসছিল।
– আমাগো কি আর বেচাকেনা হবে না রে ভাই, ক্ষিদে তো লাগে প্যাট যে কথা শোনে না।
– আবুজান, আমি তোমার সোমত্ত বেটা হই কিছু করতি পারতিছি নে, ক্ষমা কর।
– তুই কি করবি রসুল, কি জানি কি রোগ আইছে, আমাগো সক্কলের জীবন না নিয়ে তার শান্তি নাই।
– সত্যি কচ্চো আবুজান, আমি কাল যামু, দেখি কিছু জোগাড় করতে পারি কীনা।