এক’শ শব্দের গল্প:
গ্রামে করোনা সংলাপ ।। এম জে এইচ বাতেন
মাগরিবের নামাজ পড়ে বিছানায় বসে আছে ফুলবানু। চারদিকে ফক ফক করে বিদ্যুতের আলো জ্বলছে। কিন্ত ফুলবানুর ঘরে এখনও কুপি বাতি, অন্যদের আর্থিক সহযোগিতায় চালাচ্ছেন জীবন। কেউ নাই দেখবাল করার। মধ্যবয়সে বিয়ে হলেও স্বামী কলেরায় মারা গেছে।
রাত প্রায় ৮.০০ টা. সজিব ঘরে ঢুকে বলে, ফুফু দেশের অবস্থা খারাপ কিছু খবর জান?
ফুলবানু- না
সজিব– করোনা ভাইরাস দেশে ঢুকে পড়ছে তোমার মত বয়স্ক মানুষ বেশী মারা যাচ্ছে।
ফুলবানু- কি কইলি বুঝি না বালা কইরা ক। এই রোগ অইলে মাইনসে কি হরে?
সজিব– শুকনো কাঁশি, গলা ব্যাথা, জ্বর, শ্বাস কষ্ট হয় এই ভাইরাস ছোঁয়াছে, বাঁচতে হলে ঘরে থাকতে হবে,
ফুলবানু- কেলা কইছে এরে গেইয়্যা কয় আমারে খাওন দেউক আমি ঘরে বইয়্যা বইয়্যা খাইয়্যাম, আর কথা পাইলে না এইতা অসুখ আমার সারা বছর অয়, আমি এহন পর্যন্ত হুনছি না আমরার গেরামে হাচাহাছি এইতা রোগ কেউর অইছে। আমরার এহানে এইতা রোগ আইত না, আর আল্লাহ কপালে লেইক্ক্যা তইলে বাক্সর ভিত্তে থাকলেও মরন আইব।