দেশ-বিদেশ

অষ্টগ্রামে হালালপুর জাগ্রত যুব সংঘ ও নতুন প্রজন্ম সংঘের উদ্যোগে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন।

নরসুন্দা ডটকম   জানুয়ারি ২৩, ২০২৬

মাহবুব আলম (অষ্টগ্রাম), কিশোরগঞ্জ:
অষ্টগ্রাম উপজেলায় হালালপুর জাগ্রত যুব সংঘ ও নতুন প্রজন্ম সংঘের যৌথ উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান উপলক্ষে পূজামণ্ডপ সুসজ্জিত করা হয় এবং সকাল থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পূজা শেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণসহ ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জ্ঞান, বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতীর আশীর্বাদ কামনায় এ আয়োজন করা হয়েছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠন দুটি শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে পূজা উদযাপনে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment