মাহবুব আলম, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ–৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট ফজলুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নে গণসংযোগ ও দোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ শে জানুয়ারি) বাঙালপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় এ গণসংযোগ পরিচালনা করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে এডভোকেট ফজলুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর জানান এবং তাঁর জন্য দোয়া কামনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাঙালপাড়া ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক ডা. আলমগীর হোসেন আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমীন, গোলাম হায়দার ফরহাদ, জাফর আলী, কফিল উদ্দিন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খরসু মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রেশেদুল আলম ও শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপ্ন মিয়া।
এ সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদসহ ফরিদ মিয়াও গণসংযোগে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, এডভোকেট ফজলুর রহমান হাওরবাসীর আস্থার প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাঙালপাড়াসহ পুরো অষ্টগ্রামবাসী দোয়া করছে। দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও জনগণের পাশে দাঁড়াবেন—এটাই সকলের প্রত্যাশা।
