খেলাধুলা

হংকংকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নরসুন্দা ডটকম   এপ্রিল ১, ২০১৮
বাংলাদেশ মহিলা ফটবল

অনূর্ধ্ব-১৫ মেয়েদের চার জাতি জকি গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ আমন্ত্রণমূলক ফুটবল কাপে স্বাগতিক হংকংকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরীরা। বাংলাদেশের হয়ে এ ম্যাচে হ্যাটট্রিক করেন তহুরা।

ঘরের মাঠে সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা ধরে রাখল তহুরা, শামসুন্নাহার, আনুচিংরা।

প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১০-১ গোলে জয় পায় বাংলাদেশ। পরে ইরানকে ৮-১ গোলে হারায় লাল-সবুজের এই দলটি।

 শিরোপা না জেতার কোনো কারণ ছিলো না। ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তহুরার হ্যাটট্রিকের পাশাপাশি একটি করে গোল করলেন সাজেদা, শামসুন্নাহার ও আনুচিং মোগিনি। কিশোরীদের দাপটে পাত্তাই পেল না স্বাগতিক দলের মেয়েরা।

হংকংয়ের টুর্নামেন্টে সব প্রতিপক্ষই বাংলাদেশের চেয়ে কাগজে কলমে এগিয়ে ছিল। র‍্যাংকিংয়ে মালয়েশিয়া ২২ ধাপ এগিয়ে, ইরান ৪৪ ধাপ এবং ৩১ ধাপ এগিয়ে হংকং। কিন্তু বাংলাদেশের অপরাজেয় মেয়েদের কাছে এসব কাগুজে হিসাব যেন কোনো ব্যাপারই না।

About the author

নরসুন্দা ডটকম