খেলাধুলা

ভারতকে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ইংল্যান্ড

নরসুন্দা ডটকম   জুন ৩০, ২০১৯
ভারতকে

শেষ পর্যন্ত ভারতকে ৩১ রানে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ইংল্যান্ড। কিন্তু বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা খুব করে চাইছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যেন ভারত জেতে। এটা ভারত প্রীতি নয় বরং শেষ চারের পথে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল করতেই এমন চাওয়া। অন্যদিকে ইংল্যান্ডও ছিল খাদের কিনারে। যে কোনো মূল্যে জয় চাই এমন মন্ত্রে উজ্জীবিত ছিল ইংলিশরা। ভারতের হারে কঠিন সমীকরণে আটকা পড়ল টাইগাররা। এখন সেমিতে যেতে শেষ দুই ম্যাচে টাইগারদের জিততেই হবে। সেই সঙ্গে শেষ ম্যাচে ইংল্যান্ডের হার কামনাও করতে হবে।

এজবাস্টনে রোববার টস জেতে ইংল্যান্ড। ছোট মাঠ, ব্যাটিং সহায়ক উইকেট। শুরুতে ব্যাট করা নিয়ে তাই ভাবতে হয়নি ইংল্যান্ডের। দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টো দুর্দান্ত শুরু করেন। তাদের জুটি থেকে আসে ১৬০ রান। ইংল্যান্ড পেয়ে যায় দারুণ ভিত্তি। সেখানে দাঁড়িয়ে তারা ভারতীয় বোলারদের পিটিয়ে ৩৩৭ রান তোলে। ভারত শেষ পর্যন্ত লড়াই করে ৫ উইকেটে ৩০৬ রান তোলে। টুর্নামেন্টে আগের ছয় ম্যাচে অপরাজিত থাকা ভারতের এই হারে সেমিফাইনালের আশা দীর্ঘায়িত হলো। হৃদয় ভাঙল ভারতীয় দর্শকদের। সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকার সমর্থকরাও আশাহত হয়েছে।

আরো পড়তে পারেন…

অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ

ওয়েস্ট ইন্ডিজের করুন পরিণতি : ভারতের জয়

বিরাট কোহলির মুকুটে নতুন পালক

About the author

নরসুন্দা ডটকম