কবিতা সাহিত্য

মেঘ এবং রবীন্দ্রনাথ ।। বিজনকান্তি বণিক

নরসুন্দা ডটকম   August 29, 2020
রবীন্দ্রনাথ

মেঘ এবং রবীন্দ্রনাথ ।। বিজনকান্তি বণিক

রবীন্দ্রনাথ বর্ষাকে ভীষণ ভালবাসতেন।
বর্ষার শুরুতে তাঁর আবির্ভাব হয়েছিল
জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে।

বর্ষা এলেই তিনি দুলে উঠতেন
বর্ষাকে নিয়ে তিনি ভাবতেন
বর্ষাকে নিয়ে তিনি লিখতেন
বর্ষাকে নিয়ে তিনি গান বাঁধতেন।

কবি কালীদাসকেও ভীষণ ভালবাসতেন তিনি
কালীদাসের অনাদি মেঘ আজো আকাশজুড়ে দাবড়ে বেড়ায় বাধাহীন।
মেঘ আর রবির খেলা চলছে সৃষ্টির শুভক্ষণ থেকে
আদি থেকে অদ্যাবধি।
এরই মাঝে কত ঝরনাধারা ঝরেছে
কত নদীর বুক চিরে গড়িয়েছে
বিশাল জলধি পানে।

বর্ষায় বাংলার আকাশ কালো মেঘে মেঘে ঢেকে যায়।
টুইটম্বুর জলে থইথই করে চারিধার
বর্ষা শেষে উদিত হয় ‘রবী’
শ্যামলী বাংলা হয়ে ওঠে উর্বশী।

জলজ বাংলার উর্বর মানুষ ছিলেন তিনি।
রবী ছিলেন বাংলার কবি
রবী যেদিন অস্তমিত হলো
সেদিন ২২শে শ্রাবণ–ঘনঘোর বরষা।
আকাশ কালোমেঘে ঢাকা।
মানবীয় শরীর ত্যাগ করে রবী চলে গেলেন উর্ধাকাশে
মিশে গেলেন কালীদাসের অনাদি মেঘের সাথে।
রয়ে গেলো রবির প্রভা বাংলার সাহিত্যাকাশে।

বিজনকান্তি বণিক, কবি ও ছড়াকার

About the author

নরসুন্দা ডটকম