তিন যুগ ধরে চলা ক্যাথলিক ন্যাশনালিস্ট ও প্রোটেস্ট্যান্ট ইউনিয়নিস্টদের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানে শান্তিচুক্তি স্থাপনের দিনটির ২০ বছর পূর্তি হচ্ছে উত্তর আয়ারল্যান্ডে৷
চুক্তির তিন স্থপতি : ১৯৯৮ সালের ১০ এপ্রিল ‘গুড ফ্রাইডে’ চুক্তি চূড়ান্তের পর সেটি হাতে নিয়ে উচ্ছ্বল তৎকালীন আইরিশ প্রধানমন্ত্রী বার্টিঅ্যাহার্ন, অ্যামেরিকার সাবেক সেনেটর জর্জ মিশেল এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার৷ ক্যাথলিক ন্যাশনালিস্ট ও প্রোটেস্ট্যান্ট ইউনিয়নিস্টদের মধ্যে সহিংসতায় তিন যুগে মারা গিয়েছিল তিন হাজারেরও বেশি মানুষ৷
ঐতিহাসিক শান্তিচুক্তি : আইরিশ রিপাবলিকান আর্মি (আইআরএ)-র প্রত্যক্ষ মদদে ব্রিটেন, আয়ারল্যান্ড এবং মূল উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার পরিচালনায় প্রোটেস্ট্যান্ট-ক্যাথলিকদের ক্ষমতা অংশিদারিত্বভিত্তিক চুক্তি সম্পাদনের মাধ্যমে সরকার গঠন হয়৷ গুড ফ্রাইডে চুক্তি সম্পাদনের বছরে আইআরএ তাদের সমস্ত অস্ত্রভাণ্ডার ধ্বংস করে৷ আর ব্রিটিশ সেনাবাহিনী তাদের উত্তর আয়ারল্যান্ডের সেনাছাউনি গুটিয়ে নেয়৷
শান্তির জন্য তৈরি : চুক্তি হওয়ার পরেরদিন পত্রিকায় সেই চুক্তিনামা পড়ছেন স্থানীয় দুই নাগরিক৷ পেছনের মুরালে লেখা হয়েছে- ‘শান্তির জন্য প্রস্তুতি, যুদ্ধের জন্য তৈরি’৷ দুই দশকে আবার নতুন করে কিছু সমস্যা তৈরি হয়েছে৷
বিশ বছর পর : উত্তর আয়ারল্যান্ডের সেই অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা ২০১৭ সালে জাতীয়তাবাদী দল সিন ফেইন এবং লয়ালিস্ট দল ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির নানা মতানৈক্যে ভেঙে পড়ে৷ মঙ্গলবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বেলফাস্টে ‘গুড ফ্রাইডে’ চুক্তির স্মরণে আয়োজিত এক সভায় রাজনীতিবিদদের ‘অচলাবস্থা’ দূর করার আহ্বান জানান৷