মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে নিয়ে তরুণ কথাসাহিত্যিক ফয়সাল আহমেদ’র লেখা “সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি” গ্রন্থ নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কিশোরগঞ্জের কটিয়াদীতে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে কটিয়াদী সরকারি কলেজ হলরুমে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।
সুহৃদ সমাবেশ কটিয়াদী শাখার সদস্য সচিব বদরুল আলম নাঈমের সঞ্চালনায় পাঠচক্রে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সবিতা রাণী দেবী, প্রভাষক আশরাফুজ্জামান মুকুল, মানিক চান কর, আকরাম হোসেন। পাঠচক্রে বইটি থেকে দুটি অধ্যায় পাঠশেষে পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সুহৃদ ও শিক্ষার্থীবৃন্দ। তারা মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের অবদানের কথা স্মরণ করে নতুন প্রজন্মের কাছে সৈয়দ নজরুল ইসলামকে তুলে ধরা খুবই জরুরী বলে উল্লেখ করেন। একইসাথে লেখক ফয়সাল আহমেদকে ধন্যবাদ জানানো হয় সৈয়দ নজরুল ইসলামকে নিয়ে বইটি রচনার জন্য। সবশেষে নিয়মিত পাঠচক্রের মাধ্যমে পাঠ্যাভ্যাস গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে এদিনের পাঠচক্রের সমাপ্তি টানা হয়।
পাঠচক্রে অংশগ্রহণ করেন সুহৃদ- জিসান আজাদ, মোশাররফ হোসেন, মাহাবুবুর রহমান, নন্দন বিশ্বাস, সাকিবুল হাসান সোহাগ, শরীফুল ইসলাম শাপু, এম এইচ মাহফুজ, সীমান্ত পোদ্দার, নবজিৎ সাহা, সিরাজুল ইসলাম, হাইদুল ইসলাম কটিয়াদী সরকারি কলেজের শিক্ষার্থী রুনা, ফাতেমা, সাদিয়া ইসলাম, ফাতেমা আক্তার, উম্মে মোবিনা আক্তার হাসি, শারমিন আক্তার সূচনা, ঝুমা আক্তার, তাজবিন আক্তার রিতু, রুবাইয়া, ঐশ্বর্য্য সাহা, রোকসানা, লিনা, অয়না চন্দ্র, অপু, মলয় ভট্টাচার্য্য, দিলোয়ার হোসেন, নিবিড় ইসলাম বিজয়, আমিনুল ইসলাম, আসিফ, আয়শা, স্নেহা সাহা, পূজা সাহা, রজনী সাহা, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, সানজিদা আক্তার পমা, তায়্যিবা ইসলাম, চুমকি আক্তার, শারমিন, উর্মি, আফরোজা, জেসমিন, সুরাইয়া আক্তার, শান্তা আক্তার, সুলতানা ইয়াসমিন শিপা, স্বর্না আক্তার, রেশমা আক্তার, আইরিন, শারমিন, রুমা, সোনিয়া আক্তার ও বীথি রাণী দাস প্রমূখ।