ছোটকাগজ সাহিত্য

প্রকাশিত হয়েছে ‘এবং বই’ এর তৃতীয় সংখ্যা

নরসুন্দা ডটকম   জুলাই ৩০, ২০১৯

সম্প্রতি প্রকাশিত হয়েছে বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’ এর তৃতীয় সংখ্যা। এতে রয়েছে  প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাটি সম্পাদনা করছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক ফয়সাল আহমেদ।

দ্যু প্রকাশন থেকে প্রকাশিত পত্রিকাটির চলতি (তৃতীয়) সংখ্যার প্রচ্ছদ করেছেন চিত্রকর নাজিব তারেক। এর দাম রাখা হয়েছে ৫০ টাকা। এ সংখ্যার লেখক তালিকায় আছেন জাকির তালুকদার, হরিশংকর জলদাস, বিধান রিবেরু, মনি হায়দার, বিপ্লব বিশ্বাস, সঞ্জয় ঘোষ, শাহ্ মুহাম্মদ মোশাহিদ, মানব গুপ্ত ও আবুল ফজল।

সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ‘এবং বই’ মূলত বুক রিভিউ বিষয়ক পত্রিকা। তবে এর বাইরেও আমরা প্রবন্ধ, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ প্রকাশ করছি, এবং তা নিয়মিতভাবেই করব। একটি ভালো বইকে পাঠকের সামনে তুলে ধরতে কাজ করে যাচ্ছি আমরা।

পত্রিকাটি পাওয়া যাচ্ছে ঢাকায়- প্রথমা, পাঠক সমাবেশ কেন্দ্র, পাঠশালা, বিদিত, কবিতা ক্যাফে, সংহতি, বেঙ্গল বই, বাতিঘর (ঢাকা), বাতিঘর (চট্টগ্রাম), বাতিঘর (সিলেট), বিদ্যাসাগর (রাজশাহী), আজাদ অঙ্গন (ময়মনসিংহ) এছাড়া ও অনলাইন বুকশপ বইমেলা ডট কম ও রকমারিতে।

About the author

নরসুন্দা ডটকম