ঠিকানা বদল ।। ফেরদৌস ওয়াহিদ
দুইপাশে বয়ে যাচ্ছে বাহারি ডিজাইনের অগুনিত দ্রুতগামী যান্ত্রিক যান। ছোটকালে খুব একটা গাড়ি দেখা হয়নি গ্রামে বেড়ে ওঠার সুবাদে। বাড়ি থেকে একটু দূরে এক রাস্তায় সে গাড়ি গুনতে যেত স্কুল শেষে, সাকুল্যে ঘন্টায় দুইটা মটরগাড়ি গুনার সুযোগ পেত।
আজ সে অনেক বড় হয়েছে অন্তত বয়সে, ঢাকাবাসী হয়েছে। আজকাল গাড়ি দেখলেই খুব ক্লান্তি আসে। কিন্তু এ মুহূর্তে বুড়িগঙ্গার উপরে অন্যতম ব্যস্ত এক ব্রিজের মাঝরাস্তায় দাঁড়িয়ে গাড়িগুলোর দিকে পরম মমতায় তাকিয়ে আছে। হাতে ছোট কিন্তু সযত্নে রেপিংপেপারে মোড়ানো একটা বাক্স যার প্রাপকের ঠিকানা কিছুক্ষণ আগেই পরিবর্তিত হয়েছে।
এক’শ শব্দের গল্প: আরো পড়তে পারেন….