শত শব্দের গল্প সাহিত্য

লকডাউন ।। আমিনুল ইসলাম সেলিম

নরসুন্দা ডটকম   এপ্রিল ১২, ২০২০
লকডাউন ।। আমিনুল ইসলাম সেলিম

এক’শ শব্দের গল্প:

লকডাউন ।। আমিনুল ইসলাম সেলিম

কাজ নেই। ঘরে চাল শেষ। কমদামি টোস্টের বয়ামও খালি। কাদের খুব হতাশ। সকালে কমিশনারের কাছে গেলে কমিশনার জানিয়েছে, চাল দেয়া শেষ। মানুষের কী টানাটানি! গালে হাত দিয়ে বসেছিল জমিলা। হঠাৎ তার চঞ্চলতা কাদেরকেও উৎসুক করে তোলে,

কী অইছে?

-খাড়াও, পাইছি! বলেই জমিলা ছুটে যায় শিকায় রাখা পাতিলের দিকে। গুপ্তধনটি পেয়ে যায় সে। অনেকদিন আগে কাদেরই এনে দিয়েছিল জিনিসটা। প্যাকেটটি ছেঁড়া। ইঁদুরে খেয়েছে। কেউ দেখার আগেই খাওয়া অংশে একটা কামড় বসিয়ে পাউরুটির ছোট্ট প্যাকেটটি সে এগিয়ে দেয়, – নে, হগলে মিল্লা খা। তিন ছেলেমেয়ের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়। দীর্ঘশ্বাস ছাড়ে কাদের।

জমিলা বলে, – এ্যাই, কালকা ইন্দুর মারার একটা পুরিন্দা আইন্ন তো!

আমিনুল ইসলাম সেলিম

আমিনুল ইসলাম সেলিম : কবি, গল্পকার ও প্রাবন্ধিক।

আরো পড়তে পারেন…

প্রতীক্ষা : এরশাদুল হক

সেলসম্যান: আসাদ সনি

ঘাসফুল : আলিফ আলম

 

About the author

নরসুন্দা ডটকম