দেশ-বিদেশ

মিউজিক ভিডিওতে এবার নাচলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি

নরসুন্দা ডটকম   September 30, 2018

ব্যাট হাতে দেখেছেন, কমেন্ট্রি বক্সে দেখেছেন, ক্যুইজ করতে দেখেছেন এমনকি পুজোয় পাড়ার প্যান্ডেলে ঢাক বাজাতেও দেখেছেন কিন্তু নাচতে? মনে পড়ছে না তো?

এরকমই ঘটনার সাক্ষ্মী হবেন আপনারা।

এক বিজ্ঞাপনী প্রচারের জন্য পরিচালক রাজ চক্রবর্তীর নির্দেশনায় দুর্গাপুজোর একটি মিউজিক ভিডিওতে এবার নাচলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

‘দাদা’র সঙ্গে যারা রয়েছেন তাঁদের নাম শুনেও বেশ চমকেই যেতে হয়, রয়েছেন শুভশ্রী ও মিমি।

তাঁদেরকেও নাচে সমান টেক্কা দিচ্ছেন সৌরভ।

ভিডিওতে দেখা যাবে জিৎ গাঙ্গুলি ও বনিকেও।

অারো পড়ুন..

আমেরিকান অভিনেত্রী পদ্মা লক্ষ্মী : ১৬ বছর বয়সে ধর্ষিত হয়েও চুপ ছিলেন!

দেখে নিন এখানে

 

About the author

নরসুন্দা ডটকম