দেশ-বিদেশ

হরিণের গুঁতোয় প্রাণ গেল শিকারির

নরসুন্দা ডটকম   October 25, 2019
হরিণের

যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে হরিণ শিকার করতে গিয়ে হরিণের গুঁতোয় প্রাণ হারিয়েছেন এক শিকারি। থমাস আলেকজান্ডার (৬৬) নামের ওই শিকারি যে হরিণটিকে মারতে গুলি করেছিলেন সেই হরিণের গুঁতোতেই প্রাণ হারিয়েছেন তিনি।

আজ শুক্রবার বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আরকানাসাসের ওজার্ক পাহাড়ে আলেকজান্ডার হরিণটিকে শিকারের উদ্দেশ্যে গুলি করছিলেন। হরিণটিকে গুলি করার পরপরই সেটি মাটিতে পড়ে যায়। হরিণটি মারা গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তার কাছে যান আলেকজান্ডার। কিন্তু শুয়ে থাকা হরিণটি হঠাৎ উঠে দাঁড়িয়ে আলেকজান্ডারকে আক্রমণ করে।

হরিণের আক্রমণ থেকে কোনোরকমে নিজেকে বাঁচিয়ে আলেকজান্ডার তার স্ত্রীকে ফোন করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আলেকজান্ডারের শরীরে বেশ কয়েকটি ছিদ্র রয়েছে।

আরো পড়তে পারেন….

শাখারভ পুরস্কার পেলেন চীনের কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষাবিদ

শামসুর রাহমানের ৯১তম জন্মদিন উদযাপন

About the author

নরসুন্দা ডটকম