ছোটকাগজ সাহিত্য

বইমেলায় ‘এবং বই’

নরসুন্দা ডটকম   ফেব্রুয়ারি ৯, ২০২০

প্রকাশিত হয়েছে বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা এবং বই এর পঞ্চম সংখ্যা। এতে রয়েছে  প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাটি সম্পাদনা করছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক ফয়সাল আহমেদ।

দ্যু প্রকাশন থেকে প্রকাশিত পত্রিকাটির চলতি ( ২য় বর্ষ-২০২০, ১ম সংখ্যা ) সংখ্যার প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। এর দাম রাখা হয়েছে ৫০ টাকা। এবং বই পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ৭০৪ নম্বর স্টলে

ফয়সাল আহমেদ সম্পাদিত এবং বই

ফয়সাল আহমেদ সম্পাদিত এবং বই

এ সংখ্যার লেখক তালিকায় আছেন হামিদ রায়হান, সৌম্য সালেক, আনোয়ার কবীর, লুৎফর রহমান রিটন, শান্তিরঞ্জন ভৌমিক, সৈয়দ কামরুল হাসান, সঞ্জয় সরকার, সুরজিৎ রায় মজুমদার, আদনান সৈয়দ, শাহ মুহাম্মদ মোশাহিদ, শামস সাইদ, বঙ্গ রাখাল, সালাহ উদ্দিন মাহমুদ, প্রবীর মণ্ডল।

এছাড়া রয়েছে লেখক, প্রকাশক মফিদুল হক ও চিত্রকর মোস্তাফিজ কারিগরের দীর্ঘ সাক্ষাৎকার।

পত্রিকাটি পাওয়া যাচ্ছে ঢাকায়- প্রথমা, পাঠক সমাবেশ কেন্দ্র, পাঠশালা, বিদিত, কবিতা ক্যাফে, সংহতি, বেঙ্গল বই, বাতিঘর (ঢাকা), বাতিঘর (চট্টগ্রাম), বাতিঘর (সিলেট), বিদ্যাসাগর (রাজশাহী), আজাদ অঙ্গন (ময়মনসিংহ) এছাড়া ও অনলাইন বুকশপ বইমেলা ডট কমে

আরও পড়তে পারেন…

আলিফ আলম এর গল্প- ঘোর

আলিফ আলম এর গল্প- ‘ঝড়’

About the author

নরসুন্দা ডটকম