কবিতা সাহিত্য

নাট্যকর্মী সোহেল খানের কবিতার খাতায়ঃ সবুজ স্বপ্ন বেড়ে উঠুক

Md. Sohel Ahmed Khan   মার্চ ৩০, ২০১৮

সাহিত্য ডেস্কঃ

সবুজ স্বপ্ন বেড়ে উঠুক

-সোহেল খান

হঠাৎ করে স্বপ্ন দেখার সাধ হল
অনবরত ভাঙনের কবলে পড়ে
স্বপ্নের বাসর আর সাজানো হয়নি।
এলোমেলো অগোছালো ভাবেই
পড়েছিল স্টোর রুমের এক কোনে
অযত্নে আর অনেক অবহেলায়।
তোমাদের বাস্তবতার কষাঘাতে
জর্জরিত আমি আজ।
হিংসা, লোভ, অহংকার ছাড়া যেন
কিছুই দেখতে পাইনি এখানে।
হৃদয় হয়েছিল কঠিন পাথরের মত
মায়া, মমতা, ভালোবাসা হারিয়ে।
হিংসা আর লোভ বারবার পিছন
টেনেছে, সামনে এগোতেই দেয়নি।
দেবী মূর্তির মত সামনে দাঁড়ালে
পর্দা সরিয়ে দিলে এক ঝটকায়
আলোয় ঝলমল করে উঠলো যেন
মৃতের নগরীতে।
স্বপ্নগুলো জেগে উঠলো আবার
তোমার মন্দিরে পুঁজো দেবার আশায়।
ওগো মেয়ে, দেবী হবে মোর?
পূজারি দাঁড়িয়ে আছে বন্ধ দরজায়
পূজার ফুল নিয়ে।
বাড়িয়ে দাও তোমার চরণ যুগল
গ্রহণ করো অঞ্জলী মোর।
তৃষ্ণার্ত এই বুকের জমিন
শীতল কর তোমার ঝরনাধারায়।
ছুঁয়ে দাও কোমল হাত
সবুজ স্বপ্ন বেড়ে উঠুক
তোমার নিবিড় পরিচর্যায়।

About the author

Md. Sohel Ahmed Khan