খেলাধুলা

সুইডেনকে হারিয়ে দিলো বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি

নরসুন্দা ডটকম   জুন ২৪, ২০১৮

বিশ্বকাপ ফুটবলের শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শেষ মুহূর্তের জয়সূচক গোলে সুইডেনকে হারিয়ে দিলো বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।

হারলে বিশ্বকাপ থেকেই বিদায়ের আশঙ্কা ছিলো।

আবার মাঠে নেমে প্রথমে এক গোল হজম করে সেই আশঙ্কাকেই আরও জোরদার করেছিলো জোয়াকিম লো’র দল।

কিন্তু এর পর থেকেই একের পর এক আক্রমণ থেকে গোল আদায় করে নেয়া এবং শেষ মিনিটে টনি ক্রুসের অবিশ্বাস গোলে জয় আদায় করে বিশ্বকাপে দারুণ ভাবেই ঘুরে দাঁড়ালো জার্মানি।

এফ গ্রুপের খেলায় এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে জার্মানি, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও সুইডেন।

এর মধ্যে মেক্সিকো দু ম্যাচেই জয় পেয়েছে আর একটি করে জয় পেলো জার্মানি ও সুইডেন।

তবে জার্মানি পরবর্তী খেলা দক্ষিণ কোরিয়ার সাথে আর মেক্সিকো ও সুইডেন একে অন্যের বিরুদ্ধে লড়বে তাদের পরবর্তী ম্যাচে।

আগের ম্যাচে মেক্সিকোর কাছে পরাজয়ের পর আজকের ম্যাচ নিয়ে জার্মান শিবিরে উদ্বেগ উৎকণ্ঠার শেষ ছিলোনা।

আবার গত ৪০ বছরেও জার্মানির সাথে জেতার রেকর্ড নেই সুইডেনের।

সেই সুইডেনই প্রথমার্ধের ৩২ মিনিটে গোল করে এগিয়ে গেলে আরও উদ্বেগ বাড়ে জার্মান শিবিরে।

কিন্তু কার্যত এরপরই ঘুরে দাঁড়ায় জার্মানি।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে মারিও গোমেজের পায়ে লেগে বল যায় সুইডেনের জালে আর এর মাধ্যমে খেলায় সমতা আসে।

এরপর একের পর এক আক্রমণ করেও ফল পায়নি জার্মানি।

মাঝে মধ্যে দু একটি আক্রমণ হয়েছে সুইডেনের দিক থেকেও।

৮২তম মিনিটে বোয়াটেং দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে গেলে বাকী সময়টা জার্মানরা ক্রমাগত আক্রমণ করেছে দশ জনকে নিয়েই।

অবশেষে খেলার ঠিক শেষ মূহুর্তে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে ডি বক্সের বাইরে থেকে টনি ক্রুসের বাঁকানো ফ্রি কিক সুইডেনের জালে জড়ালে উল্লাসে মেতে উঠে জার্মানরা।

এর মাধ্যমে বিশ্বকাপের নক আউট পর্বে ওঠার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকলো বর্তমান চ্যাম্পিয়নরা।

About the author

নরসুন্দা ডটকম