খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

নরসুন্দা ডটকম   July 4, 2018

নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরেছে বাংলাদেশ।

টসে জিতে সাকিব আল হাসানের দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার ।

২০১১ সালের পর আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাকিব আল হাসান। টাইগারদের কোচ হিসেবে অভিষেক হচ্ছে স্টিভ রোডসেরও।

এই সিরিজে ১-০ ব্যবধানে হারলেও টেস্ট র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের পেছনে চলে যাবে বাংলাদেশ। তবে ড্র হলে র‌্যাংকিংয়ে আটেই থাকবে টাইগাররা। ২-০ ব্যবধানে জিতলেও অবস্থান পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট বেড়ে সাত নাম্বারে থাকা পাকিস্তানের অনেকটাই কাছে চলে যাবে সাকিবের দল।

About the author

নরসুন্দা ডটকম