শিল্প- সংস্কৃতি

‘রণাঙ্গনের দিনগুলি’ বইয়ের মোড়ক উন্মোচন

নরসুন্দা ডটকম   September 19, 2018
‘রণাঙ্গনের দিনগুলি’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব মোহন চৌধুরী প্রণীত মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত রণাঙ্গনের দিনগুলি গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠান গত রবিবার (১৬ সেপ্টেম্বর ২০১৮খ্রি.) বিকাল: ২টায় বুরুদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

বিপ্লব মোহন চৌধুরীর রণাঙ্গনের দিনগুলি

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পাকুন্দিয়া সরকারি (অনার্স) কলেজের সহকারী অধ্যাপক মো. ছাদেক আকন্দের সভাপতিত্বে ও প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারি (অনার্স) কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রকিব উদ্দিন মোশায়ের, পাকুন্দিয়া শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফরিদ উদ্দিন, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. আজিজুল হক, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল আকন্দ, মুক্তিযোদ্ধা ন.ম. মোস্তফা, হাবিবুর রহমান মমতাজ, সাংবাদিক তাজুল ইসলাম বাদল, সাংবাদিক মুঞ্জুরুল হক মুঞ্জু প্রমুখ।
অনুষ্ঠানে আরও যারা উপস্থিত থেকে ছড়া-কবিতা পাঠে অংশ নেন- ফজলুল করিম আকন্দ, শিক্ষক ইমদাদুল হক, শফিকুল ইসলাম, কামরুল হাসান মল্লিক, কবি সোলায়মান কবির, কবি ও ছড়াকার গোলাপ আমিন, শিক্ষক হুমায়ুন কবির, কবি আফসার আশরাফী, কবি আল আজাদ, কবি মোখলেছুর রহমান আকন্দ, রুবেল হাসান, সুজন মাহমুদ, মোসলেহ উদ্দীন প্রধান, রফিকুল ইসলাম খোকন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন- অরূপ চৌধুরী রুদ্র, হৃদয় হোসেন, তিতুমীর পাঠান, দেলোয়ার হোসেন।

নরসুন্দা ডট কমে আরো পড়ুন…

ডা. রিচার্ড শেফার্ড : ২৩ হাজার পোস্ট-মর্টেম করেছেন যিনি

এবার ইন্ডিয়াতে আলোচনায় বাংলাদেশি মডেল নায়লা নাঈম

About the author

নরসুন্দা ডটকম