বর্ষার কবিতা

আমরা যাকে নাম দিয়েছি ।। ছাদেকুর রহমান

নরসুন্দা ডটকম   July 25, 2020
আকাশ

আমরা যাকে নাম দিয়েছি ।। ছাদেকুর রহমান

সে রাতে আমি আকাশ দেখিনি মোটে
দেখেছি উদভ্রান্তের মতো ছুটে-
অশ্রু-ঝরা বাঁধনহারা মেঘবালিকার দল,
রিমঝিম ঝিম ধারা বরিষণে
আমরা যাকে নাম দিয়েছি জল…

থৈ থৈ থৈ ধার ভেঙে ঢেউ জলের ধারা বয়
বিজন ঘাটে একলা পথিক কয়-
স্রোতের ধারা বাঁকে বাঁকে চলছে নিরবধি,
হয়তো বা তার দুঃখ আছে কিছু
আমরা যাকে নাম দিয়েছি নদী…

কদম ফুলের গন্ধ বিলায় উথাল হাওয়া
এমন করেই দুয়ারে তার আসা যাওয়া-
শব্দ শুনি গহনতলে ক্ষণেক কাঁদা হাসার,
হয়তো কোনো বিবাগী প্রাণ হবে
আমরা যাকে নাম দিয়েছি আষাঢ়…


আরও পড়তে পারেন…..
করোনা বিদায় নেবে, কিন্তু.. ।। তুহিন শুভ্র মন্ডল
বৃষ্টি বিলাস ।। হাফিজ রহমান
বৃষ্টি ।। তৌফিকুল ইসলাম চৌধুরী

About the author

নরসুন্দা ডটকম