বর্ষার কবিতা

বৃষ্টির কয়েন ।। অরূপ কিষান

নরসুন্দা ডটকম   July 23, 2020
কয়েন

বৃষ্টির কয়েন ।। অরূপ কিষান

ঝুমবৃষ্টি হলে দরজাগুলো বন্ধ হয়
জানলা শিকের মাঝে নিজেকে গুঁজে দেয়
বৃষ্টির ছাট যদি উড়ে আসে বিছানায়
চাদরের আপেলগুলো লাল হয়ে ওঠে…
এ আমার হাতের কয়েন উল্টে পাওয়া

বাদল ঝরে ঝরে সবই ফেলে শুকিয়ে
ঝরে গেলে সব জল- অন্ধ অনুসরণে-
বাকি শুধু পড়ে থাকে শুষ্ক চোখের গাঙ
বহিরাঙ্গে ধরে ও স্যাঁতসেঁতে এক ছল…
এ আমার হাতের কয়েনের অন্য পিঠ

ও যেদিন ভিজিয়ে একসা করে তোমায়
তুমি বলো আমার চোখ খুলে গিয়েছিল!
কান চেপে বুকে নিই বৃষ্টির হুইসেল
বুঝে না-বুঝে যেন হেডফোনের কুণ্ডলী!
হাতের কয়েনটা তখন বৃষ্টির ফোঁটা।


আরও পড়তে পারেন….
বৃষ্টি ।। তৌফিকুল ইসলাম চৌধুরী
বাদল দিনের কবিতা ।। ফরিদ উজ্-জামান পলাশ
দুটি কবিতা ।। জমাতুল ইসলাম পরাগ

About the author

নরসুন্দা ডটকম