কবিতা সাহিত্য

কবি বিপ্লব জলদাস এর কবিতা “গোলকধাঁধা”

নরসুন্দা ডটকম   আগস্ট ২৭, ২০১৯
কবি সোহেল খান’র তিনটি কবিতা

গোলকধাঁধা 

—————————

দেখতে দেখতে অনেকটা পথ 
অতিক্রম করে চলেছি।

অবিরাম ছুটে চলেছি 
অজানা অচেনা গন্তব্যে।

প্রতিনিয়ত গোলকধাঁধার অন্তরালে
যেন নিজেকে হারিয়ে,
খুঁজে ফিরি অচেনা আমিকে।

হঠাৎই দাউ দাউ করে
কেঁপে উঠে হৃদয় মন্দির।

পৃথিবী খানিকটা স্তব্ধ হয়ে পরে 
অবিকল যেন পাণ হীন পুতুল।

জানিনা এর শেষ কোথায়, 
কোথায় গিয়ে থমকে যাবে এই পথচলা।

মাঝ রাতে কখনো কখনো
ঘুম ভেঙে যায়, 
কোনও এক অদৃশ্য স্পর্শে।

ঘুমন্ত অবস্থায় আওরে উঠি 
হাউমাউ করে কেঁদে উঠে নিষ্পাপ প্রাণ।

এই যেন গোলকধাঁধার অন্তরালে 
অদৃশ্য মায়া জালে অন্তরধ্যান।

কবি বিপ্লব জলদাস

About the author

নরসুন্দা ডটকম