“শিরোনামহীন”
আবুল ফজল মো. আহাদ ও মাহবুব হাসান
এভাবেই দেখা হয়
একদার শরীর পোড়া গন্ধ
ঘামে জবজবে ভেজা শার্ট
বৃষ্টির ছাঁটে শীতল আমেজ
সব নিয়েই কথা হয়,
কথা হয়- হাসিরা কোথায় মিলিয়ে
গেল
দুঃখের তেজ কেন ভোগায় না
এখন
স্বস্তি না খোঁজাই যেন চরম স্বস্তি!
এভাবেই দেখা হয়, এভাবেই হবে
কথা হবে পোড়া গন্ধ, ভেজা শার্ট
আর শরীরময় শীতলতা নিয়ে!
২৮/০৮/২০১৯
আরো পড়তে পারেন…..