প্রকৃতি

মারা গেল পৃথিবীর সবচেয়ে বড় খরগোশ

নরসুন্দা ডটকম   এপ্রিল ২৭, ২০১৭

।। নরসুন্দা ডটকম ।।

এ বার ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে মারা গেল পৃথিবীর সবচেয়ে বড় খরগোশ।

সিমোন। কালো লোমে ঢাকা। দেখতে প্রায় একটা কুকুরের মাপের। তিন ফুট লম্বা, ২৩ কেজি ওজন। ছোট্ট তুলতুলে নরম খরগোশের সঙ্গে কোনও অংশে মিল নেই সিমোনের। যদিও নাম গোত্রে সেও খরগোশ।

সিমোন, বিশ্বের সবচেয়ে বড় খরগোশ

অ্যানিটি এডওয়ার্ডস জানালেন, সম্প্রতি ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭ বিমানে চড়ে হথওয়ার্থ থেকে শিকাগোয় নিজের নতুন মালিকের কাছে যাচ্ছিল সিমোন। যখন সিমোনকে কার্গোতে দেওয়া হচ্ছিল তখনও সে সম্পূর্ণ সুস্থ ছিল। তিন ঘণ্টা ধরে ওর শারীরিক পরীক্ষা হয়েছিল। তখন কোনও সমস্যা ছিল না। কিন্তু শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে নামার পর দেখা যায় মারা গিয়েছে সিমোন।

এর আগেও প্রচুর খরগোশ বিশ্বের নানান দেশে পাঠিয়েছেন এডওয়ার্ডস। কিন্তু এমন অভিজ্ঞতা কখনও হয়নি বলে জানালেন তিনি।

ইউনাইটেড বিমান কর্তৃপক্ষ বলছে, ‘‘আমাদের পেট সেফ টিম পশুদের খেয়াল রাখে। এমনকী আমরা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে পোষ্যের জন্য আলাদা অ্যাসিস্টেন্টেরও ব্যবস্থা করি। সিমোনের বিষয়টি খতিয়ে দেখা হবে।’’

ছবি ও সংবাদ সূত্র: অানন্দবাজার পত্রিকা।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment