খেলাধুলা

পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পথে বাংলাদেশ

নরসুন্দা ডটকম   সেপ্টেম্বর ৬, ২০১৮
পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

ম্যাচ প্রায় শেষের পথে, গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। মাত্র কয়েক মিনিট বাকি। ঠিক এমন সময়ে মাঠ ভরা দর্শকদের উচ্ছ্বাসে ভাসালেন তপু বর্মন।

তার করা দুর্দান্ত গোলেই পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পথে স্বাগতিক বাংলাদেশ

বাংলাদেশ এ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদের পরিবর্তে ইংলিশ কোচ জেমি ডে একাদশে রাখেন অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলামকে।

মাঠ ভরা দর্শকদের উচ্ছ্বাসে ভাসালেন তপু বর্মন

প্রথমার্ধে বাংলাদেশ গোল করার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি। বরং স্বাগতিকরাই একবার রক্ষা পায় গোল হজম থেকে। ৯ মিনিটে পাকিস্তানের ফরোয়ার্ড মোহাম্মদ আলীর হেড গোলরক্ষক শহিদুল আলম সোহেল লাফিয়ে ফিস্ট করে বাইরে পাঠান।এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চলে। ম্যাচ যখন প্রায় শেষ মুহূর্তে, তখন গোলের দেখা পায় বাংলাদেশ।

৮৫ মিনিটে বিশ্বনাথ ঘোষের থ্রো থেকে দারুণ এক হেড করেন তপু বর্মন, পাকিস্তানি গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যায় জালে।

আরো পড়ুন…

বাংলাদেশের ক্রিকেট : বির্তকিত সেই খেলোয়াড়েরা কারা? জানতে হলে পড়ুন…

বাংলাদেশের হয়ে আজ যারা যারা খেলেছেন: শহীদুল আলম (গোলরক্ষক), ওয়ালি ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, সাদউদ্দীন, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, বিপলু আহমেদ (ইমন মাহমুদ), জামাল ভূঁইয়া (অধিনায়ক), মাহবুবুর রহমান সুফিল (সাখাওয়াৎ রনি)

About the author

নরসুন্দা ডটকম