শত শব্দের গল্প সাহিত্য

সব ঝুট হ্যায় ।। অতনু রায়

নরসুন্দা ডটকম   এপ্রিল ২৮, ২০২০
অতনু

এক’শ শব্দের গল্প

সব ঝুট হ্যায় ।। অতনু রায়

আর একটু এগোলেই সবুজ ক্ষেত। যেখানে আকাশ মাটিকে ছুঁয়ে ফেলেছে। গ্রামের শেষে তেঁতুল গাছের তলায় কতোদিন ঐ মিলিমিশি জায়গাটার দিকে অবাক চোখে তাকিয়ে থেকেছি। আজ কী অদ্ভুত সংযোগে এসে গেছি সেই জায়গার একদম কাছে। আহা! আহা, কী সুন্দর! কী আনন্দ! আর খিদে পাচ্ছে না, তেষ্টায় বুক যাচ্ছে না শুকিয়ে, এতোটা পথ পায়ে হেঁটে আসার কষ্টবোধও গায়েব। মনে পড়ছে না নিরুদ্দেশের ঠিকানায় পথে নেমে হারিয়ে যাওয়া বন্ধুকেও। এখন সামনে শুধু অনন্ত সম্ভাবনা আর অসীমকে ছুঁয়ে ফেলার হাতছানি। ব্যাস, আর একটু পথ।

কিন্তু একি! শেষের ঠিকানায় এসে যে আবার নতুন পথের শুরু… যতদূর চোখ যায় তাকিয়ে দেখি আকাশ মাটিতেই মিশেছে বটে, তবে এখানে নয়… এখানে নয়… অন্য কোনোখানে…

আরও পড়তে পারেন….

করোনাকালে চৈত্রসংক্রান্তি ।। সানিয়া আফ্রিন

ইতালী থেকে বৃটেনবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি

তবুও জীবন ।। রাজেশ ধর

অতনু রায়: লেখক, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত। 

About the author

নরসুন্দা ডটকম